Saturday, April 14, 2007

মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা


আজ হঠাৎ করেই বেশ ভিজে গেলাম।


মন খারাপের বৃষ্টিতে।


বছর পয়লার বৃষ্টিতে।


এই বৃষ্টি আমার ভালোবাসার।


এই বৃষ্টি তার জন্যে আমার মন কেমন করার।


গতরাতে শোনা - 'মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা।'


গুন গুন সুরের অনুরণন কানে-মনে-প্রাণে ।


না! আজ তো প্রথম বৃষ্টি হয়নি! আগেও তো হয়েছে বোধ হয়। মনে পড়ছে না। আমি আজ ভিজে গেলাম। এই বৃষ্টিতে সে ভিজলো না এই ভেবে আমার চোখ ভিজে গেল। ভেতর থেকে উঠে আসা বৃষ্টিতে।


হুঁ। কাল রাতেই তো বৃষ্টি হয়েছিল! আজকাল বড্ড ভুলে ভুলে যাই।


আর কাল রাতেই তো ভাবছিলাম, আমার মন খারাপ হলেই কি বৃষ্টি হয়!


কিছুটা কাজ আর বেশ কিছু অকাজ নিয়ে বেরিয়েছিলাম দুপুরে। ফেব্রুয়ারীর পয়লা সপ্তাহেই শীত গায়েব এই শহর থেকে। হালকা একটু পাখাও চালাতে হচ্ছে। তো কোন গরম জামা কিংবা চাদর না নিয়েই বেরিয়েছি। সন্ধ্যেতেই ফিরব ভেবেছিলাম। ছোটখাট দুটো অকাজ সেরে আরেকটা কাজ সারতে রাস্তায় নামার আগেই দেখতে পেলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে! আর আকাশও বেশ সেজেছে! বেশ ঘাবড়ে গেলাম। ছাতা নিয়ে তো ঘোর বর্ষাতেও বেরুই না আর এখন নাকী বসন্ত জাগ্রত দ্বারে। বাসের জন্যে দাড়িয়ে থাকতে থাকতেই ভিজে কাকিনির  অবস্থা। ভিড়ে ঠাসা বাসে কোনমতে উঠে জড়সড় দঁড়িয়ে দুটো ষ্টপ পরেই গন্তব্যে পৌঁছুলাম যখন, তখন মুষলাধার বৃষ্টি!


ছুট্টে বাস থেকে নেমে রাস্তার পাশের দোকানের শেডের তলায়! যেখানে যাচ্ছি সে মিনিক পাঁচেকের হাঁটা পথ এখনও! বৃষ্টি থাম এবার ! বৃষ্টি থাম এবার! এই থামল এতক্ষণে! পায়ে পায়ে গুটিসুটি আমি এক বন্ধুর অফিসের দরজায়!


অল্প একটুখানি কাজ আর অনেকখানি গল্প সেরে বাড়ি ফেরার জন্যে যখন উঠে দাঁড়াই ততক্ষণে জামা কাপড় শুকিয়ে খানিকটা ভদ্রস্থ অবস্থায় ফিরে এসেছি । রীতিমত কাঁপছি ঠান্ডায়। যেন কান পাতলেই শুনতে পাব ঠকঠক ঠকঠক। খানিকটা ঠান্ডা আর অনেকখানি মনখারাপের।
মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা
মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে।
চৌকোণো সব বাক্সে।
যেথায় যে মন থাক সে ।
মন খারাপের খবর পড়ে দারুন ভালোবেসে।
মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পাড়ি
পাকদন্ডি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি ।
বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরামচেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের থালি
সেথায় এসে মেঘপিওনের সমস্ত ব্যাগ খালি ।
মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

No comments:

Post a Comment